Site icon Jamuna Television

আগস্ট আসলেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়: ওবায়দুল কাদের

আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। তাই নেতকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে শেখ কামালের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ নির্দেশ দেন।

এর আগে আবাহনী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতা কর্মীরা।

বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে তাকে হত্যা করা হয়।

Exit mobile version