Site icon Jamuna Television

নোয়াখালীতে শিশুর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে নানার বাড়িতে বেড়াতে এসে ছাবিয়া ইসলাম নামে ৯মাসের এক শিশুর রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত শিশু তারিন আক্তার লাইজু ও সাইফুল ইসলাম সুমন’র সন্তান। তার পিতার বাড়ি রংপুর জেলার লালমনিরহাটে।

রোববার (৪ আগস্ট) সকালে উপজেলার কাদরা ইউনিয়নের পুরুষ্কর হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে । খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের মা,বাবা দাবি তাদের শিশু জ্বরে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয় কিছু অতি উৎসাহী ফেইসবুকে লিখেছে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ জন্য দুপুরে শিশুর লাশটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

Exit mobile version