Site icon Jamuna Television

‘কাশ্মির পেলাম, এরপর বেলুচিস্তান-আজাদ কাশ্মির: অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি করবেন মোদি’

ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার কর্তৃক জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ও রাজ্য হিসেবে স্বীকৃতি কেড়ে নেয়ার ঘটনাকে অখণ্ড ভারত গঠনের পথে একধাপ অগ্রগতি হিসেবে দেখছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। আজ রাজ্যসভায় শিবসেনা এমপি সঞ্জয় রাউত এমন মন্তব্য করেন।

অমিত শাহ রাজ্যসভায় কাশ্মিরের বিশেষ মর্যাদ রদ করার প্রস্তাব এবং জম্মু-কাশ্মির ও লাদাখকে আলাদা আলাদাভাবে কেন্দ্রের শাসনের অধীনের বিল সংসদে পেশ করার পর সঞ্জয় বলেন, “আজ আমরা জম্মু কাশ্মির পেলাম। কাল বেলুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মির নিয়ে নেবো। আমি নিশ্চিম প্রধানমন্ত্রী মোদি অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি করবেন।”

Exit mobile version