স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
যশোর সদর উপজেলার রাজারহাটস্থ কচুয়া ব্রিজ সংস্কারের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে ব্রিজের দাবিতে বিক্ষোভ করেন তারা। এ ব্রিজটি পাঁচগ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম।
বিক্ষোভকারীরা জানান, ১৯৮০ সালে রাজারহাটে ভৈরব নদীর উপর কচুয়া ব্রিজটি নির্মিত হয়। এ ব্রিজটি ব্যবহার করে কচুয়া, সীতারামপুর, বেলেডাঙ্গা, হামিদপুর ও রাজারহাটের মানুষ চলাচল করে। কয়েকবছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গতবছর ভৈরব নদ খনন শুরু হলে ব্রিজটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সর্বশেষ গত কয়েকদিনের ভারি বর্ষণে ব্রিজের সংযোগ সড়ক আংশিক ধসে পড়েছে। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই কারণে এলাকাবাসী আজ বেলা ১১টা থেকে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় রাস্তার দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টা বিক্ষোভের পর এলাকাবাসী অবরোধ উঠিয়ে নেয়।

