Site icon Jamuna Television

ঢাকায় আসছেন পাইবাস; হেডকোচ পদে সাক্ষাৎকার নেবে বিসিবি

জাতীয় ক্রিকেট দলের হেড কোচ পদের জন্য আলোচনা করতে ঢাকায় আসছেন রিচার্ড পাইবাস। কাল তিনি সাক্ষাৎকার দেবেন বিসিবির কাছে।

এর আগে ২০১২ সালের জুনে চুক্তিতে সই না করে বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন পাইবাস। ৪ মাস দায়িত্বে থাকার পর কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালনে অপরাগতার কথা জানান এই ইংলিশ। ১৯৯৯ সালে বিশ্বকাপে রানার্সআপ পাকিস্তান দলেরও কোচ ছিলেন তিনি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করছেন ৫৩ বছর বয়সী এই কোচ। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে পদত্যাগপত্র জমা দেন সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে। এরপর থেকেই মাশরাফি-সাকিবদের জন্য নতুন হাইপ্রোফাইল কোচ খোঁজার কাজ শুরু করে বিসিবি। পছন্দের তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সও। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে কাজ করেছেন সাবেক অররাউন্ডার ফিল সিমন্স।

Exit mobile version