Site icon Jamuna Television

দাঁড়িয়ে থাকা যুবকের দেহ তল্লাশি করতেই মিললো পিস্তল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশী (ইউএসএ) পিস্তলসহ সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকালে (সাড়ে ৪টা) সদর উপজেলা আকচা ইউনিয়নের বরুনাগাঁও মশারুলের ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম পৌর এলাকার গোয়াল পাড়া গ্রামের কাশেম আলীর ছেলে।

সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় জানান, বিকালে সদর থানার এসআই ফজলে রাব্বিসহ কয়েকজন পুলিশ সদস্য বরুনাগাঁও এলাকায় টহলে বের হয়। টহল দল মশারুলের ইটভাটা এলাকায় পৌঁছলে রাস্তার ধারে সেলিমকে মোটরসাইকেলসহ দাঁড়িয়ে থাকতে দেখেন। এসময় পুলিশের সন্দেহ হলে তারা সেলিমের দেহ তল্লাশি করলে তার কাছ থেকে একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি বিদেশী ইউএসএ পিস্তল উদ্ধার করেন।

Exit mobile version