Site icon Jamuna Television

‘পূর্ব-পশ্চিমের সেতু হিসেবে কাজ করবে বাংলাদেশ’

এশিয়ার দেশগুলোর জনগণ ও এই অঞ্চলের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটনো প্রয়োজন বলে মনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স নরোদম রানারিধ তাঁর সঙ্গে দেখা করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দক্ষিণ এশিয়ার নাগরিকদের উন্নয়নের জন্য ঢাকা-নমপেন একসাথে কাজ করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের সাথে যোগাযোগের জন্য সেতু হিসেবে কাজ করছে। এই লক্ষ্যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও বলেন তিনি। তিন দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version