Site icon Jamuna Television

হজযাত্রীদের মুখে ওষুধ দেয়া সেই মশককর্মী বরখাস্ত

হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

গত ৩ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ দেন ওই কর্মী। দ্রুতই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয়।

Exit mobile version