Site icon Jamuna Television

অবসরের ঘোষণা দিলেন ডেল স্টেইন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ডেল স্টেইন। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন অভিজ্ঞ এই পেসার।

এই বছরের শুরুতে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শন পোলককে পেছনে ফেলে চূড়ায় ওঠেন স্টেইন। ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন।

অবসর প্রসঙ্গে স্টেইন বলেন, ‘এমন একটি ফরম্যাট থেকে আমি সরে যাচ্ছি, যা আমি খুবই ভালোবাসি। আমার মতে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে সেরা ফরম্যাট। এটা আপনাকে মানসিক, শারীরিক ও আবেগ দিয়ে পরীক্ষা করে। এটাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না, তবু এই সিদ্ধান্ত নিতে হলো। আমি আমার ক্যারিয়ারের বাকি সময় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগী হবো।’

গত কয়েক মৌসুম ধরে স্টেইনকে ভোগাচ্ছে চোট। সেরে উঠে গত মৌসুমে তিন সংস্করণেই দেশের হয়ে খেলেছিলেন। বিশ্বকাপের আগে নতুন করে চোট পাওয়ায় সেই টুর্নামেন্টে আর খেলা হয়নি তার।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮ নাম্বারে রয়েছেন স্টেইন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

Exit mobile version