Site icon Jamuna Television

ভারত সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠকে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল দুপুর দেড়টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। খবর বাসসের।

বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়।

Exit mobile version