Site icon Jamuna Television

মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার: হত্যার স্বীকারোক্তি ৩ ছাত্রের

চুয়াডাঙ্গা জেলা-যুগান্তর

চুয়াডাঙ্গার আলমডাঙায় মাদরাসা ছাত্র আবির হোসেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঐ মাদ্রাসারই তিন ছাত্র। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুর রহমান জবানবন্দি গ্রহণ করেন।

গ্রেফতারকৃতরা হলো- আনিসুজ্জামান, ছালিমির হোসেন ও আবু হানিফ রাতুল। জবানবন্দিতে বলা হয়, মাদরাসায় ছাত্রদের ওপর নির্যাতনের প্রতিবাদ করায় ২৩ জুলাই পাঁচ বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যা করে আবিরকে।

পরের দিন স্থানীয় বাগানে আবিরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। শিক্ষক-ছাত্রসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version