Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় পদক্ষেপে তুরস্কের উদ্বেগ

কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং রাজ্য বিলোপ করে কেন্দ্রী শাসন প্রতিষ্ঠার ভারতীয় একক উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ চলমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। এতে আরও বলা হয়, এই সমস্যা সমাধান হওয়া উচিত জাতিসংঘ প্রস্তাবের আলোকে, সংলাপের মাধ্যমে এবং জম্মু কাশ্মির, পাকিস্তান ও ভারতের জনগণের বৈধ স্বার্থের কথা বিবেচনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সবপক্ষ রাজি থাকলে আঙ্কারা এই ইস্যুতে দ্বন্দ্ব নিরসনে কাজ করতে প্রস্তুত রয়েছে। সূত্র: আনাদলু এজেন্সি।

গতকাল সোমবার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের রাজ্যসভায় প্রস্তাব তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে বিজেপি ও তাদের জোটের এমপিরা সমর্থন জানান। এরপর রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ এ বিষয়ক প্রজ্ঞানে স্বাক্ষর করেন।

এছাড়া জম্ম ও কাশ্মিরকে দুইভাগে ভাগ করে কেন্দ্রের শাসন জারি করতেও একটি বিল পেশ করা হয়।

Exit mobile version