Site icon Jamuna Television

ঈদে বাড়ি ফেরার পথে রাজশাহীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহী নগরীর বর্ণালী এলাকায় ফারদিন আশারিয়া রাব্বি নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। রাব্বি রাজশাহী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র‌। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।

পুলিশ বলছে, ভোরে মেস থেকে বের হয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছিল রাব্বি। যাওয়ার পথে তার মাথার পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

Exit mobile version