Site icon Jamuna Television

১৮ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ীর স্ত্রী আটক

নড়াইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল রায়ের বাড়িতে থেকে মাদক বিক্রয়ের প্রায় ১৯ লাখ টাকা, ১২ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাজা জব্দ করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উজ্জলের স্ত্রী দিপালী রায়কে পুলিশ আটক করলেও উজ্জল পালিয়ে যায়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ।

সোমবার রাত সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল অমিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নড়াইলের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা, মাদক ব্যবসায়ী উজ্জল রায়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তার ভাঙ্গা একটি ঘর থেকে নগদ ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা, ফেনসিডিল, গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মাদক কারবরি সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন মাদক কারবারি করে আসছে। এই উজ্জল রায় যশোর ও নড়াইলে মাদকসহ কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে। এসব মামলা এখনও আদালতে বিচারাধীন। তার মাদক ব্যবসা ছিল অনেকটা ওপেন সিক্রেট।

Exit mobile version