Site icon Jamuna Television

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ম্যাককালামের

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভীন্ন দেশে টি টোয়েন্টি খেলে বেড়াতেন এই ব্যাটসম্যান।

দ্রততম টেস্ট সেঞ্চুরির মালিক ব্রেন্ডন ম্যাককালাম। নিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সম্প্রতি কানাডায় অংশ নিয়েছেন গ্লোবাল টি টোয়েন্টিতে। এবার প্যাড জোড়া উঠিয়ে রেখে মনোনিবেশ করতে চান কোচিং পেশায়।

দেশের হয়ে ১০১ টেস্ট খেলে করেছেন ৬ হাজার ৪৫৩ রান। ২৬০ ওয়ানডে খেলে করেছেন ৬ হাজার ৮৩ রান। আর ৭১ টি টোয়েন্টি খেলে করেছেন ২ হাজার ৮৮০ রান।

Exit mobile version