Site icon Jamuna Television

‘জামা ছিঁড়ে ফেলবো!’, নারী যাত্রীকে উবার চালকের হুমকি

উবার-ওলার মতো বেসরকারি পরিবহনে যাত্রী, বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা কি তলানিতে ঠেকেছে? সাম্প্রতিক একটি ঘটনা প্রকাশ্যে আসতেই এই নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। অভিযোগ, এক নারী যাত্রী তাঁর সহকর্মীর সঙ্গে উঠেছিলেন এক উবারে । হঠাৎ তাঁকে রাত করে বাড়ি না ফেরা এবং মদ্যপান না করার পরামর্শ দিতে থাকে উবার চালক। সঙ্গে সঙ্গে ঘটনার প্রতিবাদ জানালে মহিলা যাত্রীকে যৌন নির্যাতনের হুমকিও নাকি দেয় সে। এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

অঘটনের তখনও বাকি। সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা পোস্ট করে ওই নারী জানান, তিনি মত্ত অবস্থায় রয়েছেন, এই মিথ্যে অভিযোগ দেওয়ার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয় ওই চালক। চালকের সেই নির্দেশ মানতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ভালো কথায় গাড়ি থেকে না নামলে নারীর জামা ছিঁড়ে দিয়ে তাঁকে নামিয়ে দেওয়া হবে। গত শনিবারে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকেই আক্রান্ত মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন ভুক্তভোগী।

উবার বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবে।

Exit mobile version