Site icon Jamuna Television

কোরবানির গরুর ছবি পোস্ট করে ভারতীয়দের সমালোচনার মুখে সরফরাজ

বিতর্ক থেকে কয়েক ক্রোশ দূরে হাঁটতে চাইলেও তা পিছু ছাড়ছে না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের। এবার কোরবানির গরুর ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন তিনি।

আগামী ১২ আগস্ট পাকিস্তানে উদযাপিত হবে ঈদুল আজহা। এতে পশু কোরবানি দিয়ে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন দেশটির আপামর মুসলমান। ব্যতিক্রম নন সরফরাজ।

বেশ আগভাগেই সোশ্যাল মিডিয়া টুইটারে কোরবানির গরুর ছবি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে লিখেছেন, জোরকদমে প্রস্তুতি চলছে। সবই প্রায় তৈরি। কোরবান হতে আমার গরুও প্রস্তুত। আল্লাহতায়ালা আমাদের সবার প্রস্তুতি সাদরে গ্রহণ করুন।

পাক ক্যাপ্টেনের এমন টুইটের পর তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভীষণভাবে ট্রোলড হচ্ছেন ভারতীয়দের দ্বারা। বেশিরভাগ ভারতীয়রা তার এই ছবির নিয়ে টুইট করে সমালোচনা করছেন।

বহু পশুপ্রেমী সরফরাজের তীব্র নিন্দাও করেছেন।

Exit mobile version