Site icon Jamuna Television

মেয়ে সেজে কারাগার থেকে পালাতে গিয়ে ধরা

মেয়ে সেজে কারাগার থেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন ব্রাজিলের একটি শক্তিশালী সন্ত্রাসী সংগঠনের সদস্য।

ওই ব্যক্তির নাম ক্লভিনো দা সিলভা। গত শনিবার তিনি রিওডি জেনিরো কারাগার থেকে পালানোর চেষ্টা করেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, কারাবন্দি সিলভাকে দেখতে তার ১৯ বছর বয়সী মেয়ে কারাগারে গিয়েছিলেন। এ সময় মেয়েকে ভেতরে রেখে তার পোশাক, মাথায় নকল চুল ও মুখে বিশেষ ধরনের মুখোশ পরে বের হওয়ার চেষ্টা করেন সিলভা। কিন্তু শেষ পর্যন্ত কারারক্ষীদের চোখে ধরা পড়ে যান তিনি।

কারা কর্মকর্তারা জানান, অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ায় সিলভার আচরণে সন্দেহ হয় কারারক্ষীদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ধরা পড়ার পর একে একে নকল চুল, মুখোশ, চশমা ও পোশাক খুলে ফেলছেন এ কয়েদি।

ক্লভিনো দা সিলভা ‘রেড কমান্ড’ নামে ব্রাজিলের একটি শক্তিশালী সন্ত্রাসী সংগঠনের সদস্য। ঘটনার পর তাকে আরও সুরক্ষিত কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ ছাড়া এ ঘটনায় সিলভার মেয়ের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version