Site icon Jamuna Television

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে জামিয়া ইউনুছিয়া মাদ্রসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মুফতি অব্দুল হক এর সভাপতিত্বে ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মুফতী এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভুইয়া প্রমূখ।

এ সময় বক্তারা কাশ্মিরে মুসলিমদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Exit mobile version