Site icon Jamuna Television

প্রকাশ্যে হলের নেতাকে ছাত্রলীগ সভাপতির চড়!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে চড় দিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নেতা হলেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদার মাহমুদ আব্বাস। আব্বাস রাজনীতিতে শোভনের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামিদের প্রতীকী ফাঁসি দেয়ার কর্মসূচি নেয় ছাত্রলীগ। বিকাল ৫টার দিকে ওই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের গাড়ি এসে পৌঁছালে নেতা-কর্মীরা তাকে প্রটোকল দিতে স্লোগান ধরে। একপর্যায়ে গাড়িতে থাকা শোভনকে সালাম দিতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গাড়ির সামনে ধাক্কা-ধাক্কি শুরু করে।তখন শোভন গাড়ি থেকে নেমে জটলা পাকিয়ে থাকা নেতা-কর্মীদের দিকে এগিয়ে আসেন। এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদার মুহাম্মদ আব্বাসকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেন।

এ বিষয়ে দিদার মাহমুদ আব্বাস বলেন, বিষয়টা আসলে তেমন কিছু না। আপনারা তো জানেনই নেতারা এলে স্বাভাবিকভাবেই কর্মীরা ভিড় জমায়। শোভন ভাই আসার পরে আমরা এগিয়ে যাই। তখন ভিড়ের মাঝে আমাদের কয়েকজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়। এটা দেখে শোভন ভাই ভেবেছেন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে। তাই গাড়ি থেকে নেমে এসে ভিড় ভাঙাতে এমনটি করেন।

তবে এ ঘটনায় ছাত্রলীগ সভাপতি শোভনের বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version