Site icon Jamuna Television

কাশ্মির নিয়ে আফ্রিদি-গম্ভীরের বাকযুদ্ধ

কাশ্মির ইস্যুতে বাকযুদ্ধে জড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত সরকারের সমালোচনা করে টুইট করেন আফ্রিদি। পরে সেই টুইটের জবাব দেন গম্ভীর। অবশ্য তাদের এই শীতল সর্ম্পক বহু পুরনো।

ভারত সরকারের সমালোচনা করে আফ্রিদি টুইটারে লিখেন, ‘জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মিরিদের অবশ্যই তাদের প্রাপ্য অধিকার দেয়া উচিত। আমাদের সবার মতো তাদেরও স্বাধীনতা প্রাপ্য। জাতিসংঘ কেন সৃষ্টি হয়েছিল এবং এখন কেন এটা ঘুমাচ্ছে? বিনা প্ররোচনায় ভারতের এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সবাই মনে রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখানে মধ্যস্থতা করা উচিত।’

আফ্রিদির টুইটের জবাবে পাল্টা টুইট করেন গম্ভীর। তিনি লেখেন- ‘আফ্রিদি ঠিকই বলেছে। এখানে বিনা প্ররোচনায় আগ্রাসন হচ্ছে। মানবতার বিরুদ্ধে অপরাধও হচ্ছে। তার অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। তবে সে একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছে- এ সব কিছু হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে। বৎস! চিন্তার কোনো কারণ নেই। আমরা এগুলোর সমাধান করবো।’

Exit mobile version