Site icon Jamuna Television

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষমার মৃত্যুর খবর পেয়ে  লন্ডন থেকে তিনি শোক জানান।  প্রধানমন্ত্রী দু’দেশের সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট ফর মেডিকেল সায়েন্সেসে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুষমা। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

১৯ জুলাই ইংল্যান্ড সফরে যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও।

Exit mobile version