Site icon Jamuna Television

মৃত্যুর ৩ ঘণ্টা আগে টুইট করেন সুষমা

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ বিজেপি নেত্রী।

মৃত্যুর মাত্র ৩ ঘণ্টা আগেও টুইট করেছিলেন সুষমা। কাশ্মিরে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। লিখেছেন, এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ। শারিরীক অসুস্থতার কারণে এ বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে অংশ নেননি তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছে কংগ্রেসও।

Exit mobile version