Site icon Jamuna Television

আপনজনকে হারিয়েছি: সুষমার মৃত্যুতে মোদি

সুষমা মৃত্যুতে আপনজন হারানোর বেদনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী সুষমা মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেছেন। সেই স্মৃতিচারণ করে মোদির টুইট, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। যখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তখনও তার দায়িত্বে প্রতি ছিলেন অবিচল।

সুষমার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন মোদি। মঙ্গলবার রাতে সুষমাকে নিয়ে পরপর চারটি টুইট করে মোদি। লিখেছেন, এটা আমার জন্য ব্যক্তিগত ক্ষতি, আপনজনকে হারিয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মোদির টুইটে আরও উঠে এসেছে ভারতের প্রতি তার নিবেদনের কথা। লিখেছেন, ভারতের কল্যাণের জন্য তিনি একনিষ্ঠভাবে কাজ করে গেছেন।

বিজেপির আদর্শ ও দলের স্বার্থের সাথে সুষমা স্বরাজ কখনও আপোষ করেনি বলেনও উল্লেখ করেন মোদি।

Exit mobile version