Site icon Jamuna Television

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

ক্যারিবিয়ানদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজের শেষটিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে কোহলির দল। ক্যারিবিয়ানদের দেয়া ১৪৭ রানের টার্গেট মাত্র তিন উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত।

গায়ানায় টস হেরে ব্যাটিংয়ে নেমে মিডিয়াম পেসার দিপক চাহারের পেসে মাত্র ১৪ রানেই এভিন লুইস, সুনীল নারিন ও শিমরন হিটমেয়ারকে হারায় উইন্ডিজ। তবে কাইরন পোলার্ডের ৪৫ বলে ৫৮ আর রাভামেল পাওয়েলের ২০ বলে ৩৮ রানের দুই ইনিংসে শেষ পর্যন্ত ৬ উইকেট ১৪৬ রান করে স্বাগতিকরা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই ওপেনার ধাওয়ান ও রাহুলকে হারিয়ে চাপে পড়েছিলো ভারতও। কিন্তু ভিরাট কোহলির ৫৯ আর রিশাব পান্টের অপরাজিত ৬৫ রানে ৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।

Exit mobile version