Site icon Jamuna Television

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

তিন জেলায় কথিত ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। দাবি করা হচ্ছে, নিহতরা চিহ্নিত সন্ত্রাসী।

পুলিশের ভাষ্য, বগুড়ার শেরপুর উপজেলার ভবানিপুর এলাকায় রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়। টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন গাইবান্ধার সুকুমার সরকার ও নাটোরের আফজাল হোসেন। এরমধ্যে সুকুমার পেশাদার ডাকাত ও আফজাল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।

এদিকে যশোর ও শেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

Exit mobile version