Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে আটকা শত শত গাড়ি

বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে পারাপারের অপেক্ষায় থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত থেকেই বেশিরভাগ ফেরি চলাচল বন্ধ আছে। নদী উত্তাল থাকায় ঘাট ছাড়ছে না অধিকাংশ লঞ্চ, স্পিডবোটসহ অন্যান্য নৌযানগুলোও। সীমিত পরিসরে গাড়ি পারাপারের কারণে দুই ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এরমধ্যে আছে গরুবাহী ট্রাকও। দীর্ঘক্ষণ আটকে থেকে পশুগুলো অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন পাইকাররা।

Exit mobile version