Site icon Jamuna Television

হজ কার্যক্রম সফল করায় কর্মচারীদের সম্মানি দিল বিমান

সুষ্ঠুভাবে এ বছরের হজ কার্যক্রম সম্পন্ন করায় কর্মচারীদের বিশেষ সম্মানি প্রদান করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.।

মঙ্গলবার প্রশাসন বিভাগের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের হজ কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণকরায় বেতন বিভাগ বিমান বাংলাদেশের ১ম হতে ৩(২) পর্যন্ত সকল কর্মচারীকে ৫ হাজার টাকা সম্মানি প্রদান করা সিদ্ধান্ত নিয়েছে।

একইসাথে এই সম্মানি অন্য কোন বোনাস বা ভাতা হিসেবে ভবিষ্যতের জন্য কোন নজির হবেনা বলেও জানানো হয়েছে।

Exit mobile version