Site icon Jamuna Television

নেত্রকোনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোনা প্রতিনিধি:

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানে নেত্রকোনায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পৌরমেয়র নজরুল ইসলামের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালী শহরের মোক্তারপাড়া সেতু থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রগারমেশিনের সাহায্যে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করে।

পরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সবার বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Exit mobile version