Site icon Jamuna Television

হন্ডুরাসে রাষ্ট্রপতি হার্নান্দেজের বিরুদ্ধে বিক্ষোভ

হন্ডুরাসে বেআইনি মাদক ব্যবসা এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিকরা।

মধ্য আমেরিকার একটি দরিদ্র দেশ হন্ডুরাস। সম্প্রতি দেশটিতে লুটপাট, চোরাচালান, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনেও এমন অভিযোগ উঠে আসে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এক তদন্তে জানায়, প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের এবং তার ভাই এই কর্মকাণ্ডের সাথে জড়িত।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে। পুলিশও বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছুঁড়ে এবং আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে।

Exit mobile version