Site icon Jamuna Television

দুদকের তলবে হাজির হননি মাহি বি চৌধুরী ও তার স্ত্রী

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের তলবে হাজির হননি সংসদ সদস্য মাহি বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ্ হক লোপা।

দুদকের তলবে আজ হাজির হওয়ার কথা থাকলেও সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ আগস্ট নতুন দিন ধার্য করেছে দুদক। এর আগে গেলো চার আগস্ট মাহি বি চৌধুরী ও তার স্ত্রীকে তলব করে চিঠি পাঠায় দুদক। মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিলো চিঠিতে। মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে এবং বিকল্প ধারার যুগ্ম মহাসচিব।

Exit mobile version