Site icon Jamuna Television

রাজশাহী মহানগরীর ১৪ স্থানে এডিস মশার লার্ভার সন্ধান

রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর ১৪টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এক কীটতত্ত্ব জরিপে ডেঙ্গুর জন্য দায়ী এই মশার লার্ভার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলামের নেতৃত্বে জরিপ দলটি গেলো ২ আগস্ট থেকে নগরীর ৫টি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে দৈব চয়নের ভিত্তিতে মশার লার্ভার নমুনা সংগ্রহ করে। বুধবার গবেষণাগারে পরীক্ষা শেষে এর মধ্যে ১৪টি স্থানের নমুনায় এডিসের লার্ভা পাওয়া যায়।

জরিপ দলের একটি সূত্র যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করে জানান, যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে সেখানে এর ব্যাপক উপস্থিতি রয়েছে। এগুলো নিধনে শিগগির পদক্ষেপ নেয়া জরুরি।

সূত্র জানায়, নগরীর সড়ক শোভাবর্ধনে ব্যবহৃত পাইপের ভেতরে বৃষ্টির পানিতে এডিসের লার্ভা মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ভেতরেও এর উপস্থিতি পাওয়া গেছে।

Exit mobile version