Site icon Jamuna Television

আগুন নিয়ে খেলবেন না; হংকং-এ বিক্ষোভকারীদের প্রতি চীন

হংকং এর চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের আগুন নিয়ে না খেলার পরামর্শ দিয়েছে চীন।

মঙ্গলবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে চীন। চীন জানায় যারা আগুন নিয়ে খেলছে তারা সেই আগুনেই অঙ্গার হয়ে যাবে।

গত দুই মাস যাবত হংকং এর প্রত্যার্পণ বিল নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে হংকং এর গণতন্ত্রকামীরা। তাদের দাবি এ বিল পাশ হলে হংকং এ চীনের প্রভাব বৃদ্ধি পাবে।

বিক্ষোভকারীরা প্রত্যার্পণ বিল বাতিল ও গণতন্ত্রের জন্য বেশ কয়েকটি বড় সংঘর্ষেও জড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।

চীনা মূখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনো যথেষ্ট ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে চীন সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।

এসময় বলা হয় কেন্দ্রীয় সরকারে নিশ্চুপ থাকাকে দুর্বলতা ভাবলে সেটা হবে বিক্ষোভকারীদের জন্য মারাত্মক ভুল।

বিক্ষোভকারীরা সেখানে পুলিশ স্টেশনগুলোতে হামলা চালাচ্ছে একইসাথে পুলিশ কর্মকর্তাদের বাসভবনেও হামলা চালিয়েছে।

Exit mobile version