Site icon Jamuna Television

বিএনপির এমপি মোশারফের ২ সন্তান ডেঙ্গু আক্রান্ত

ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপ দিন দিন বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু লোক মারা গেছেন। এর মধ্যে শিশুও রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়েছে বগুড়া-৪ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের দুই শিশু সন্তান। তাদের প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মোশাররফ হোসেন এমপির দুই সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার মেয়ে মাইশা আক্তার রোজার বয়স ৬ বছর। ছেলে মোছাববির হোসেন সামির বয়স ৩ বছর।

এমপি মোশারফের বরাত দিয়ে শায়রুল জানান, ঢাকা থেকেই ওই দুই শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায়ই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের রক্ত দেয়া হচ্ছে। প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছে। চিকিৎসক বলেছেন ৫-৬ দিন এই পরিস্থিতি থাকবে।

সন্তানদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এমপি মোশারফ।

Exit mobile version