Site icon Jamuna Television

৫০ কোটি টাকায় বাড়ি বেচে দিলেন প্রিয়াঙ্কা-নিক

আলোচিত তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সে তার চেয়ে ১১ বছরের ছোটো নিকের সাথে পুরো দমে দাম্পত্য জীবন উপভোগ করছেন। দু’জনই ভালো গাইতে পারেন। জীবনেও যেন লেগে চলেছে নিত্য নতুন সুর। তাই পুরনো কিছুই আজকাল ভালো লাগছে না প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। এবার নাকি লস অ্যাঞ্জেলসে অবস্থিত নিকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন তারা।

লস অ্যাঞ্জলসে অবস্থিত নিকের ফ্ল্যাটটির আকার ছিল ৪ হাজার ১২৯ বর্গফুট। ৫টি বেডরুমের পাশাপাশি ছিল সুদৃশ্য সুইমিং পুলও। এটি বিক্রি করে প্রায় ৫০ কোটি টাকা পেয়েছেন তারা। ইন্ডিয়া টুডের খবর, নতুন আরেকটি বাড়ি পছন্দ করেছেন প্রিয়াঙ্কা। বেভারলি হিলসে অবস্থিত বাড়িটির দাম ১৪১ কোটি টাকা!

হলিউডের বেশিরভাগ সেলিব্রিটিরাই থাকেন এই এলাকায়। শোনা যাচ্ছে, এই এলাকাটি নাকি প্রথম থেকেই পছন্দ ছিল প্রিয়াঙ্কার। আর স্ত্রীর সেই ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছেন নিক।

Exit mobile version