Site icon Jamuna Television

লালমনিরহাটে কৃষক হয়রানীর প্রতিবাদে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি:

সরকারীভাবে ধান ক্রয়ে অনিয়ম,কৃষক হয়রানি ও অনিয়মের প্রতিবাদের বুধবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা খাদ্য গুদামের সামনে রাস্তায় ধান ফেলে মানব বন্ধন ও বিক্ষোভ করে ওই এলাকার কৃষকরা।

কৃষকদের অভিযোগ খাদ্যগুদাম কার্যালয়ে কৃষি অফিস থেকে প্রেরিত তালিকায় তাদের নাম থাকলেও উপজেলা প্রশাসন এর করা লটারির মাধ্যমে ধান ক্রয় করছেন গুদাম কর্তৃপক্ষ। এতেও তারা না-না অজুহাতে টাকা নিচ্ছেন কৃষক ও মিলারদের নিকট থেকে অপরদিকে ধান নিয়ে ভাউচার দিতেও টালবাহানা ও সময়ক্ষেপন করছেন গুদাম কর্তৃপক্ষ।

এসব হয়রানী ও অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

তবে এসব অনিয়ম আর দুর্নীতির কথা অস্বীকার করেছেন ওই গুদাম কর্মকর্তা।

Exit mobile version