Site icon Jamuna Television

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: নড়াইলে মাশরাফী

নড়াইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

এ সময় সমাজের প্রভাবশালীদের উদ্দেশ্যে মাশরাফী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই। আপনারা কেউ মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। মাদকের অভিযোগে কোন আসামীকে পুলিশে ধরলে কোন প্রভাবশালী যেন সেই আসামীর পক্ষে কথা না বলে সেই অনুরোধ জানান মাশরাফী।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজেস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর প্রমুখ।

এ সময় জেলার সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মত বিনিময়ের পর মাশরাফী নড়াইল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ডেঙ্গু সনাক্তকরণে আরও সাড় ৪শ কিট বিতরণ করেন।

Exit mobile version