Site icon Jamuna Television

সিংহীর গ্রাস থেকে যেভাবে সঙ্গীকে বাঁচালো মোষের দল (ভিডিও)

শৈশবে নিশ্চয় উপদেশমূলক গল্পটি শুনেছিলেন, যেখানে ঝগড়ারত একাধিক ভাইকে বাবা এক একটা করে লাঠি দিয়ে ভাঙতে বলে। তারা অনায়াসে সেই লাঠি ভেঙে ফেলে। কিন্তু যখন বাবা তার ছেলেদের একগুচ্ছ লাঠি একসাথে ভাঙতে দেন তখন তারা পারে না। এর মাধ্যমে বাবা তার সন্তানদের শিক্ষা দিয়েছিলেন একতাই শক্তি। সেই গল্পটি আরও মনে করিয়ে দেবে জঙ্গলের এক দল মোষের এই ভিডিওটি।

খাবার খেতে বেড়িয়েছিল মোষের দল। কোথা থেকে এক অভুক্ত সিংহী উদয় হলো। হামলা করে বসলো তাদের ওপর। একটি মোষের গলা কামড়ে ধরে সিংহীটি। এই দৃশ্য দেখার পর বাকি মোষগুলো ছটফট করতে থাকে। প্রথমে ভয়ে দূরে দাঁড়িয়ে থাকলেও তারা ভয় পায়। ধীরে ধীরে তারা কাছে এগোয়। এক সময় দলবেঁধে ধাওয়া দেয় সিংহীটিকে। মোষের ভয়ে শেষ পর্যন্ত সিংহীটি শিকার ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দেখুন ভিডিওটি:

Exit mobile version