Site icon Jamuna Television

সিলেটে তারাপুর চা বাগানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে নতুন করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার(ভূমি) রোজিনা আক্তারের নেতৃত্বে শহরতলীর দুসকি এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ৬৮ একরের হিন্দু সম্পত্তির একটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে গড়ে তোলা ১৩ টি ঘর গুড়িয়ে দেয়া হয়। ২০১৬ সালে উচ্চ আদালতের রায়ে বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে উচ্ছেদ করে তারাপুর চা বাগান সহ ৪২১ একরের দেবোত্তর সম্পত্তি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের কাছে হস্তান্তর করা হয়। গত এক বছর ধরে আবারো সক্রিয় হয়ে উঠে দখলদাররা। গরীব মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের অবৈধ ভাবে বাড়ী করে দেয় দখলদার মঈন উদ্দিন নামের এক দখলদার।

আজ অভিযানে নেমে শুরুতেই মঈন উদ্দিনের অবৈধ আস্তানা গুড়িয়ে দেয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন।

Exit mobile version