Site icon Jamuna Television

গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত পরিচয় একব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মহিপুর থানা পুলিশ উদ্ধার করেছে।

লাশটি উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য পটুয়াখালীর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ওসি সোহেল আহাম্মদ যমুনা নিউজকে জানান, লাশটি ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, হয়তো ট্রলার ডুবিতে হতভাগা কোন জেলের লাশ হতে পারে। লাশটি অনেকটা বিকৃত, পচে গলে গেছে। তার গালে দাড়ি রয়েছে বয়স আনুমানিক ৩০/৩৫হতে পারে।

Exit mobile version