Site icon Jamuna Television

সুষমাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসিক্ত মোদি

দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুষমা স্বরাজকে চিরবিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুষমাকে ভরসা করতেন। তাই প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিশ্চিন্তে তুলে দিয়েছিলেন সুষমার কাঁধে। সেই সুষমার স্বরাজের মরদেহের সামনে দাঁড়িয়ে তাই চোখের জল সামলাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সকালে বিজেপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে সুষমার বাসভবনে যান মোদি। দেখা করেন সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কুশলের সঙ্গে। এই সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনেই।

মোদি সরকারের প্রতিটি পদক্ষেপকে সার্বিক সমর্থন জানাতে ভোলেননি সুষমা। এমনকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কাশ্মির পুনর্গঠন বিলকে সমর্থন জানিয়ে টুইট করেন সুষমা। জম্মু-কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা স্বরাজ।

টুইট বার্তায় সুষমা লেখেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী। এটা দেখার অপেক্ষায় ছিলাম সারাজীবন।

সুষমাকে অন্তিম শ্রদ্ধা জানাতে তার বাসভবনে হাজির হন বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মনমোহন সিংহ, সোনিয়া এবং রাহুল গান্ধীসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

Exit mobile version