Site icon Jamuna Television

যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবিরর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ৯ জন। বুধবার রাত ৮টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছলে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।

Exit mobile version