Site icon Jamuna Television

ডেঙ্গু: মশা থেকে রক্ষা পেতে ওষুধের সংকট

ডেঙ্গু নিয়ে মানুষ যখন হিমশিম খাচ্ছেন, তখন মশা থেকে রক্ষা পেতে ওষুধের সংকট, যোগ করেছে বাড়তি দুর্ভোগ। আর যেসব জায়গায় মিলছে ওষুধ, সেখানে ক্রেতাকে গুণতে হচ্ছে বাড়তি অর্থ।

ওষুধ ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেশি হলে তো যোগানের সংকট হবেই। তবে জরিমানার ভয়েও অনেকে ওষুধ রাখছেন না।

মানুষ যখন ডেঙ্গু আতংকে দিশেহারা,তখন বাজার থেকে উধাও মশা নিয়ন্ত্রকারী সামগ্রী। বিশেষ করে মাশকিউটো লোশনের সংকট চরমে। যদিওবা পাওয়া যাচ্ছে কোথাও, দাম নেয়া হচ্ছে অনেক।

ওষুধের দাম নিয়ে ব্যবসায়ীরা দিচ্ছেন নানারকম অজুহাত। কোথাও আবার নতুন ওষুধ রেফার করছেন।

মশা প্রতিরোধী সামগ্রী নিয়ে ব্যবসায়ীদের এমন অসততায় ক্ষুব্ধ-হতাশ সাধারণ মানুষ। তারা চান প্রশাসনের নজরদারি। যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা।

Exit mobile version