Site icon Jamuna Television

বৃষ্টিতে ক্রেতা শূন্য হাট

ঈদের বাকী মাত্র ৩ দিন, তবে এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট গুলো। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এ চিত্র দেখা যায়।

তবে বৃষ্টি কারণে খানিকটা দুর্ভোগে পড়েছেন বিক্রেতারা। তারা জানান, বৃষ্টির জন্য ক্রেতা কিছুটা কম। যারা আসছেন বেশিরভাগ দরদাম করে চলে যাচ্ছেন।

বিক্রেতাদের আশা, শুক্রবার থেকেই জমে উঠবে কেনাকাটা। তারা জানান, বাজারে মাঝারী গরুর চাহিদা বেশি। তবে চাহিদার তুলনায় বাজের মাঝারি গরুর সরবরাহ কম। বাজারে বেশিরভাগই বড় গরু। এবছর রাজধানীতে সিটি করপোরেশন অনুমোদিত ২৪টি পশুরহাট বসেছে।

Exit mobile version