Site icon Jamuna Television

গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী থেকে ফেরার পথে ট্রাক থেকে নামিয়ে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর কুখন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই গরু ব্যবসায়ীর নাটোরের মহিষপাড়া গ্রামে জরিপ আলী।

পুলিশ জানায়,ব্যবসায়ীরা রাজশাহী সিটি হাটে গরু বিক্রি করে ট্রাকযোগে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে তিনজনকে নামিয়ে নেই। এরপর বাবা ও চাচাকে গাছের সাথে বেঁধে রেখে জরিপকে হত্যা করে। এ সময় তাদের কাছে থাকা টাকাগুলোও ছিনিয়ে নেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Exit mobile version