Site icon Jamuna Television

আজও ট্রেনে শিডিউল বিপর্যয়

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনও শিডিউল বিপর্যয় দিয়ে শুরু হয়েছে। সকাল থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও প্লাটফর্মে পৌঁছায় ৮টার পর। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ এ ছাড়ার কথা থাকলেও সকাল ১১টা পর্যন্ত প্লাটফর্মে পৌঁছায়নি। চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস সকাল ৮ টায় ছাড়ার কথা থাকলেও ছাড়ে সকাল ১১টার পর।

যাত্রীরা জানান, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করা বেশ ভোগান্তির। স্টেশনে বসার জায়গারও তেমন কোন ব্যবস্থা নেই। বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে বলেও জানান তারা।

যাত্রীরা বলেন, ঈদের সময় শিডিউল বিপর্যয় রোধে কর্তৃপক্ষকে বাড়তি সতর্ক হওয়া উচিত। তবে ঝুঁক্কিঝামেলার পরও বাড়ির পথ পথ ধরতে পারায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে।

Exit mobile version