Site icon Jamuna Television

বঙ্গমাতার জন্মদিনে আ’লীগ ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯ তম জন্মবার্ষিকীতে বনানীতে তার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় তার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বৃহস্পতিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মীনী ছিলেন না, ছিলেন তার সহকর্মী। তিনি একদিকে যেমন সংসার সামলেছেন অন্যদিকে দেশমাতৃকার জন্য বঙ্গবন্ধুকে সাহস জুগিয়ে গেছেন। পর্দার অন্তরালে থেকেও দেশের স্বাধীনতার জন্য অনন্য ভূমিকা রেখেছেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের সহযোগী ছিলেন।

Exit mobile version