Site icon Jamuna Television

মির্জাপুরে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এম.এম.এ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

জানা যায়, গত রোববার প্রচন্ড জ্বর অনুভব করলে দ্রুত আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তবে ভর্তির ৩ দিন পর বুধবার রাত ১২ টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার সন্ধ্যার পর থেকেই কাশের সাথে রক্ত ও বমি হতে থাকে। এমতাবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। তবে রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়। সবশেষ তথ্যে বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।

Exit mobile version