Site icon Jamuna Television

সরকার ব্যর্থ হওয়ায় ডেঙ্গু মহামারিতে রুপ নিয়েছে: রিজভী

ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ হওয়ায় ডেঙ্গু মহামারিতে রুপ নিয়েছে। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের ব্যাপারে উদাসীন। সকালে ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন রিজভী আহমেদ।

এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ে দায়িত্বশীলরা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। ব্যর্থতা আড়াল করতে ডেঙ্গু নিয়ে গণমাধ্যমের উপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

Exit mobile version