Site icon Jamuna Television

যমুনায় নৌকাডুবি: আরও ৭ জনকে জীবিত উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জীবিত উদ্ধার হলো ২৯ জন। এখনো নিখোঁজ অন্তত ৬ জন।

ফায়ার সার্ভিস জানায়, সকালে উদ্ধার ৭ জনের মধ্যে ৬ জন সাঁতরে আশেপাশের চরে আশ্রয় নিয়েছিলেন। ৭ বছর বয়সী এক শিশুকে পাওয়া যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী চরে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বুধবার রাতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ’র চাল নিয়ে হলকারচরে ফেরার পথে বৈরি আবহাওয়ায় মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। এসময় নৌকায় থাকা ১৬ যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।

Exit mobile version